Friday, August 16, 2024

নাম-পরিচয় সম্পর্কে একটি অনুরোধ

আমি আইনজীবী নই, আইনের ব্যাখ্যা আমার কাজ না, কিন্তু আইনে কি লেখা আছে সেটা সাধারণ মানুষের জন্য বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে। যেমন ইন্ডিয়াকানুন ডট অর্গ। সে খুঁজতে দুই মিনিট সময় লাগে না। সেই ওয়েবসাইট খুঁজেই এই নিচের কথাগুলো লেখা।
আমাদের দেশের নতুন পিনাল কোডের নাম ভারতীয় ন্যায় সংহিতা, সংক্ষেপে বিএনএস। সেই ন্যায় সংহিতায় খুব স্পষ্ট করে বলা আছে, কিছু কিছু নির্দিষ্ট অপরাধের শিকার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা আইনতঃ দণ্ডনীয়। এর সাজা আর্থিক জরিমানা এবং সর্বোচ্চ দুই বছরের জেল। এর দু-একটি ব্যতিক্রম আছে, যদি সেই ভিকটিম বেঁচে না থাকেন, বা যদি সে শিশু হয় বা মানসিকভাবে অসমর্থ (“of unsound mind”), তাহলেও শুধু তার নিকটতম আত্মীয় “রেকগনাইজ়ড অথরাইজ়ড ওয়েলফেয়ার অর্গানাইজ়েশন”কে অনুমতি দিতে পারেন ভিকটিমের পরিচয় প্রকাশ করার। এই “রেকগনাইজ়ড অথরাইজ়ড ওয়েলফেয়ার অর্গে”র সংজ্ঞাও দেওয়া আছে, সহজে বলতে গেলে তাদের সরকারীভাবে স্বীকৃত হতে হবে।
নিজেই পড়ে দেখুন অংশটি। এম্পফ্যাসিস দিয়েছি আমি। আর পুরো ন্যায় সংহিতা পড়তে গেলে এই লিঙ্কঃ https://indiankanoon.org/doc/149679501/
72. Disclosure of identity of victim of certain offences, etc.
(1) *Whoever prints or publishes the name or any matter which may make known the identity of any person against whom an offence under section 64 or section 65 or section 66 or section 67 or section 68 or section 69 or section 70 or section 71 is alleged or found to have been committed* (hereafter in this section referred to as the victim) shall be punished with imprisonment of either description for a term which may extend to two years and shall also be liable to fine.
(2) Nothing in sub-section (1) extends to any printing or publication of the name or any matter which may make known the identity of the victim if such printing or publication is
(a) by or under the order in writing of the officer-in-charge of the police station or the police officer making the investigation into such offence acting in good faith for the purposes of such investigation; or
(b) by, or with the authorisation in writing of, the victim; or
(c) *where the victim is dead* or a child or of unsound mind, by, or with the authorisation in writing of, the *next of kin of the victim*: Provided that no such authorisation shall be given by the next of kin to anybody other than the chairman or the secretary, by whatever name called, of any recognised welfare institution or organisation.
Explanation. - For the purposes of this sub-section, "recognised welfare institution or organisation" means a social welfare institution or organisation recognised in this behalf by the Central Government or the State Government.
এতে লেখা আছে সেকশন ৬৪ থেকে ৭১ অব্দি যে কোনো অপরাধের শিকার হলেই (এমন কি হওয়ার অভিযোগ থাকলেও) এই শাস্তি হতে পারে। সেই নির্দিষ্ট ৬৪ থেকে ৭১ বিভাগগুলি কি কি ন্যায় সংহিতা খুলেই পড়ে নিতে পারেন। যেমন, সেকশন ৬৮ “Sexual intercourse by a person in authority”, সেকশন ৬৯ “Sexual intercourse by employing deceitful means, etc.” আর সেকশন ৭০, “Gang rape.”
এই আইনগুলো যে আইপিসি বা সংহিতায় আছে তার কিন্তু একটা মানবিক এবং বাস্তবিক কারণ আছে। সেটা একটু ভেবে দেখলেই বোঝা যায়, ব্যাখ্যা নিষ্প্রয়োজন।
আর, এই এতকিছু লেখার কারণ, বহু বহু গান-কবিতা-চ্যানেল-ছবিতে দেখছি কোনোকিছুর তোয়াক্কা না করে দেদার লোকে নাম-ধাম লিখেই যাচ্ছে। আমাদের দেশে তো বটেই, প্রতিবেশী দেশেও দেখছি। সবাই যে বদুদ্দেশ্য নিয়ে করছেন এমন না, কিন্তু "ভেবে কাজ করা" তো একটা বিরল গুণ এই উপমহাদেশে – তাই কেউ কিছুই ভেবে দেখেন না। তবে কি না, ন্যায় সংহিতার আওতায় শাস্তি হলে ভারতীয় নাগরিকদের হওয়ার সম্ভাবনা বোধহয় সামান্য হলেও বেশিই হবে।
তাই, আবারও অনুরোধ, আপনাদের প্রতিবাদ থামাবেন না, প্লিজ থামাবেন না, কিন্তু কোথাও নাম-পরিচয় দেখলে সেইসব পোস্টার, ছবি, মিম, গান ইত্যাদি আবেগের বশে শেয়ার করবেন না, নিজে তো লিখবেন-ই না, আর পারলে যারা লিখছেন তাদের-ও সতর্ক করে দিন।
পুনশ্চঃ আমার লেখার কোথাও তথ্যগত ভ্রান্তি বা ইন্টারপ্রিটেশনে ভুল থাকলে ধরিয়ে দিন, শুধরে নেবো।

No comments:

Post a Comment