Wednesday, October 28, 2009

শুধু ঘুম





উষ্ণতার আবরণের নীচে, ভালোবাসা যখন
গলে গলে ঘুম হয়ে নামে এ শহরে,
আরো একবার মাদারির খেলা শেষ করে,
ক্যানভাসে বসে কড়ি গোনেন রিং-মাস্টার ...

অস্পষ্ট হয়ে আসে সমস্ত জ্বর,
আমরাও সেরে উঠতে থাকি বিষাদ-সিন্ধু পার হয়ে ...
নিষেধ ও ইচ্ছে হাত ধরে হাঁটতে থাকে, 
হাঁটতেই থাকে ... মৃত্যুদের পাশ কাটিয়ে

অলৌকিক দেবযানে তখন,
প্রচুর ভিড়, কোলাহল ... মেলা বসে যায়,
উদ্বাস্তু ব্যর্থ সব পংক্তির
(যার কয়েকটা আমরা লিখতে চাইনি কোনোদিন)

তবুও শেষ দৃশ্যে সেইসব ছাপিয়ে
শুধু একটি দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা যায়,
নন্দিনীর মৃত চোখে
নেমে আসে ঘুম ... শুধু ঘুম ...

Wednesday, October 14, 2009

Sesh Line

koyek hajar chokh,
o aswastikar kichhu nirobota-chinho periye
aaro ek abikol safar ..
byathar aangul chhunye ,
e shahare aabar-o neme aase ratri ..
sesh line-e roj shudhui nirobota rekhe
morshum furoy majhboyesi ek kobir ...

takhan,

ajibon mrityu-japoner uttor-e,
ardhek prithibi o baki ardhek antyomil periye
aamar dike urey astei thake
megher mato danay ek pakhi ...
tobuo klanti jome chena joler daage,
jotichinho shudhu jhore pore byartho sob songlape ..
jeno aleek pushpo-brishti ...

neshar thekeo gobhir-taro
sei upotyakay jete jete aaj ..
"cholun ekta last hand
hoye jabe naki .. Ishwar?"


                                           

Sunday, October 11, 2009

পুরোনো কবিতা



শব্দের হাত ধরে ছিলো
      একমুঠো নির্বাক প্রেম,
আঙুলের ঘুমের ভিতর
       এলোমেলো কথা ছিলো খুব ...

আলগোছে শেষ করা রাস্তায়
    লেগে ছিলো অবুঝ বিকেল
বুড়িগাঙ-ও চুপ করে ছিলো
     হাওয়ার সে জানতো খবর ...

এ শহরে নির্জন ছিলো
   রঙ থেকে খুঁজে নেওয়া রঙ

এ শহরে নির্জন ছিলো
  রঙ থেকে মুছে গেলো রঙ ...

                                               


দিনটা গড়িয়ে বিকেলের হাত ধরতেই,
দূরের আ্লো হাতছানি দিলো ওদের ...
উষ্ণতা ভাগ  করে নিচ্ছে ওরা,
                ওই দেখো ...

অন্ধকার তার সবটুকু রহস্য নিয়ে
থমকে যাচ্ছে নদীর জলে,
হারিয়ে যাচ্ছে ওদের চোখে,
আলো খুঁজে পাবে বলে,

কে বলবে ওরা নাকি এ শহরের
সবথেকে হতভাগ্য দুজন ...