এ পাড়ায় আমার নাম-ডাক নেই, এককালে যাও একটা ডাক-নাম ছিলো তাও হারিয়ে গেছে। আমি এখানেই একটা কলেজে পড়াই, আর কেউ না দেখলেই রাশি-রাশি কাগজ-পত্রে দুর্বোধ্য আঁক কাটি। একটা আঁকে কঠিন রোগ সেরে যায়, একটা আঁকে চোর ধরা পড়ে, আবার একটা আঁক কষলেই বাড়ির অ্যান্টেনায় একটা পাখি এসে দোল খায় ! তবু এই বয়সেও মাঝে-মাঝেই অঙ্ক আটকে যায়, তখন এই গ্রহান্তরের একটা নির্জন গুহায় বসে ছাদের দিকে চেয়ে কল্পনা করে নি একটা ছোট্ট ঘুলঘুলি, আর একটা চড়ুই এসে তাতে বসছে, আবার উড়ে যাচ্ছে ... এই যে দু-একটা গল্প, সেই চড়ুইটার কাছেই শুনেছিলাম !
Thursday, May 8, 2014
Monday, May 5, 2014
১
তার ছোটোবেলার মুখটা ভুলে গেছি,
হাসির আওয়াজ, গল্পের দুপুর, ছেঁড়া ইন্দ্রজাল কমিক্স ...
কিছুই মনে পড়ে না,
তাও মাঝে মাঝে আমরা যখন বহু বহু দূর থেকে
মুখোমুখি বসি,
ইচ্ছেয় বা
অহংকারে ...
তখন ভাবি,
এই ই-এম-আই, ইন্টারেস্ট,
ইটালিয়ান মার্বেল ঠেলেঠুলে
একদিন কে সে উঠে দাঁড়াবে
... আরও একটা কবিতা পড়তে?
Subscribe to:
Posts (Atom)