পাঁঠাপুরুষ
ডারউইন ভুলভাল লিখেছিলেন, বাঁদর-বেবুন নয়, ওরাং-ওটাং নয়, হোমো ইরেক্টাস তো ছিছিঃনষ্ট, আমাদের আদি-অকৃত্রিম একমাত্র পূর্বপুরুষ একটি সাহসী পাঁঠা। কবি তো তাই লিখেছেন, চিরপাঁঠা হেএএএ, এএএএ, ছেড়ো না, মোরে ছেড়ো না।
এ পাড়ায় আমার নাম-ডাক নেই, এককালে যাও একটা ডাক-নাম ছিলো তাও হারিয়ে গেছে। আমি এখানেই একটা কলেজে পড়াই, আর কেউ না দেখলেই রাশি-রাশি কাগজ-পত্রে দুর্বোধ্য আঁক কাটি। একটা আঁকে কঠিন রোগ সেরে যায়, একটা আঁকে চোর ধরা পড়ে, আবার একটা আঁক কষলেই বাড়ির অ্যান্টেনায় একটা পাখি এসে দোল খায় ! তবু এই বয়সেও মাঝে-মাঝেই অঙ্ক আটকে যায়, তখন এই গ্রহান্তরের একটা নির্জন গুহায় বসে ছাদের দিকে চেয়ে কল্পনা করে নি একটা ছোট্ট ঘুলঘুলি, আর একটা চড়ুই এসে তাতে বসছে, আবার উড়ে যাচ্ছে ... এই যে দু-একটা গল্প, সেই চড়ুইটার কাছেই শুনেছিলাম !
ডারউইন ভুলভাল লিখেছিলেন, বাঁদর-বেবুন নয়, ওরাং-ওটাং নয়, হোমো ইরেক্টাস তো ছিছিঃনষ্ট, আমাদের আদি-অকৃত্রিম একমাত্র পূর্বপুরুষ একটি সাহসী পাঁঠা। কবি তো তাই লিখেছেন, চিরপাঁঠা হেএএএ, এএএএ, ছেড়ো না, মোরে ছেড়ো না।
Comments
Post a Comment