লুরুঃ কেন বাধ্যতে
"এই পৃথিবীর রাজনীতি-প্রোপাগাণ্ডা
সত্য; তবু শেষ সত্য নয়!
বীরভূম একদিন বর্ধিষ্ণু বেঙ্গালুরু হবে,
তবুও তোমার কাছে আমার হৃদয়"
বেঙ্গালুরু কিন্তু আসলে হেব্বি জায়গা, খালি জ্যাম, বন্যা, জলকষ্ট আর লোডশেডিং না হ'লে, আর বাতেলাবাজ + বিগশট বন্ধুর খপ্পরে না পড়লে।
আমার আবার প্রথম ইন্টার্নশিপ ঐখানে, সিস্ট্যাট নামে একটা কোম্পানি, যদিও আমাদের আসল আস্তানা ছিল এইটথ মাইল রোড, অর্থাৎ আয়েসাই ক্যাম্পাস। সে আরেক পৃথিবী। সেখান থেকে ঝুলে-ঝুলে ম্যাজেস্টিকা আসতাম, ম্যাজেস্টিকা থেকে খুলে খুলে এমজি রোড। অবশ্য বুড়ো হয়েও বহুবার গেছি, বন্ধুবান্ধব-পরিবার আছে, আছে এবং বাড়ছে দিনদিন। আবার নিচ্চয় যাবো, যেতেই হবে। লুরুঃ কেন বাধ্যতে।
কিন্তু ঐ আর কী, শেষবার লুরু গেছিলাম আমি আর পানু। দুম করে চলে গেলাম একদিনের জন্য, কনফারেন্স থেকে। হায়দ্রাবাদ থেকে ওভারনাইট বাসে চেপেছি, তার আবার একদম লাস্ট ক্যুপের টিকিট, দুজনেই যারপরনাই শেকেন এবং স্টার্ড। ঘুমটুম হ'ল না, নামলাম ঠিক অফিস টাইমে, কোনো একটা চওড়া ব্রিজের উপর। মনে পড়ল, ইলিয়ট লিখেছিলেন, "A crowd flowed over London Bridge, so many,/ I had not thought death had undone so many./ Sighs, short and infrequent, were exhaled,/ And each man fixed his eyes before his feet." ... সত্যিই, ডেথ হ্যাড আনডান সো মেনি।
যাই হোক, কাব্য কাটাও, বীরভূম-ই বেঙ্গালুরু হ'লে আমাদের সেইসব জার্নির ধকল একটু কম হবে, ভেবেই হ্লাদিত হতেছি।

Comments
Post a Comment